করোনা পরীক্ষার নামে টাকা হাতিয়ে নেয়া চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের পরীক্ষার নামে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, এই চক্রটি ঢাকা, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো।
তাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকা, মোবাইল সিম, ফিঙ্গার প্রিন্ট মেশিনসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।