সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন
চেম্বার ডেস্ক:: এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। গতবারের চেয়ে এবার ৪৮৯ জন বেশি শিক্ষার্থী ফলের সর্বোচ্চ এই সূচক অর্জন করেছে।
জানা যায়, সিলেটে এইচএসসি পরীক্ষার গতবার পাশের হার ছিল শতভাগ, আর এবার পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ পাশ। গত জিপিএ-৫ পেয়েছিলো ৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী।
এবার সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ জনে। বিজ্ঞান বিভাগ থেকে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯০১ জন, মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।
সিলেট জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ১ হাজার ৫৬১ জন ও মেয়ে ১ হাজার ৬৩৬ জন।
হবিগঞ্জের ৪৪০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ছেলে এবং ২৫১ জন মেয়ে।
মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছেন ৮৩৫ জন। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ৪৮৫ জন মেয়ে।
সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৫৯ জন। এর মধ্যে ৯৩ জন ছেলে এবং ১৬৬ জন মেয়ে।