প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মসজিদ ভিত্তিক পরীক্ষার পুরস্কার বিতরণ

চেম্বার ডেস্ক::

কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ১৪তম মরহুমা ফারহানা রহমান মসজিদ ভিত্তিক বৃত্তি পরীক্ষান পুরস্কার বিতরণী অনুষ্টান গতকাল শুক্রবার (৪ জানুয়ারী) স্থানীয় হাজী সামছুদ্দীন-রাবেয়া তাহফিজুল কোরআন মাদরাসার হলরুমে অনুষ্টিত হয়।
সংঘের সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ছালিম আছলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জস্থ ফুলবাড়ী আজিরিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা জাকির আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবীবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাওলানা আব্দুর রহমান, বুরহান উদ্দিন বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা সাইদুর রহমান, ময়না হাফিজ প্রমুখ।
অনুষ্টান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।