সর্বশেষ

» কানাইঘাটে হত্যা মামলার আসামীদের হামলায় সাংবাদিক আব্দুর রব আহত

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২২ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি::

হত্যা মামলার আসামীদের স্বসস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক আব্দুর রব (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টার দিকে সাংবাদিক আব্দুর রব কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোহাজুরি জামে মসজিদের নির্মাণ কাজ দেখে নিজ বাড়ী এরালিগুল গ্রামে যাওয়ার পথে মসজিদের সামনের রাস্তার উপর তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় এলাকার নজরুল ইসলাম নজু হত্যামামলার আসামীদের সেল্টারদাতা স্থানীয় এরালীগুল গ্রামের মৃত হারিছ আলীর পুত্র এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের হোতা আলা উদ্দিন মড়ই (৫৫) গংরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আব্দুর রবের উপর হামলা চালায় আলা উদ্দিন মড়ই ও তার ছেলে নজরুল ইসলাম নজু হত্যা মামলার আসামী জুনেদ আহমদ, মিকির পাড়া গ্রামের কালা মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম, মাহিন আহমদ, একই গ্রামের হাসন রাজার পুত্র আব্দুশ শহিদ, আলা উদ্দিনের পুত্র ফখর উদ্দিনসহ আরো ৪/৫জন। হালাকারীরা সাংবাদিক আব্দুর রব নজরুল ইসলাম নজু হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণে সম্প্রতি তাকে কয়েকবার প্রাণে হত্যার হুমকি দেন আলা উদ্দিন মড়ই ও হত্যা মামলার আসামীরা।

এর জের ধরে রোববার প্রাণে হত্যার উদ্দেশ্যে মসজিদের সামনে রাস্তার উপর আব্দুর রবকে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে দুই পায়ে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পা বিচ্ছিন্ন করার জন্য হাড় ভাঙ্গা মারাত্মক জখম ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

এ সময় তার চিৎকারে মসজিদের কাজে থাকা এলাকার লোকজন এগিয়ে এসে আব্দুর রবকে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা করেন। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসকগন সাংবাদিক আব্দুর রবের অবস্থা আশংকাজনক হওয়ায় সাথে সাথে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানিয়েছেন, সাংবাদিক আব্দুর রবের উপর হামলাকারী আলা উদ্দিন মড়ই এলাকায় প্রভাবশালী এবং তার ছেলে জুনেদ আহমদ সহ হামলাকারীরা কয়েক মাস আগে এরালীগুল গ্রামের নজরুল ইসলাম নজুকে হত্যা করে।  হত্যামামলার স্বাক্ষী ছিলেন সাংবাদিক আব্দুর রব যার কারণে মামলার আসামীরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। আব্দুর রবের আত্মীয় স্বজনরা জানিয়েছেন, নজরুল ইসলাম নজু হত্যা মামলার সেল্টারদাতা আলা উদ্দিন মড়ই শনিবার রাতে সাবেক ইউপি সদস্য মস্তাক আহমদে বাড়ীতে একটি বৈঠকে এবং স্থানীয় মন্তাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আব্দুর রবের উপর হামলা করবে বলে ঘোষণা দেয়। এর পরদিন তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আলা উদ্দিন মড়ইয়ের নেতৃত্বে হামলা চালানো হয়।

এ দিকে সাংবাদিক আব্দুর রবের উপর হামলার খবর পেয়ে সাথে সাথে এলাকায় হামলাকারীদের আটক করতে পুলিশ পাঠান কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।

তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে গিয়ে তার চিকিৎসার খোজ খবর নেন। ওসি (তদন্ত) জাহিদুল হক এসময় স্থানীয় সাংবাদিকদের জানান আব্দুর রবের উপর হামলাকারীদের আটক করতে এলাকায় পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় কর্মরত সাংবাদিক ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক আব্দুর রবকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করছেন কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031