সর্বশেষ

» করোনা যাবে না, স্থানীয় রোগে পরিণত হবে : ডব্লিওএইচও

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:করোনা ভাইরাসের বিকাশ যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে এটি কখনই সম্পূর্ণভাবে চলে যাবে না। বরং এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডব্ল্ওিএইচও) রুশ প্রতিনিধি মেলিটা ভুজনভিক এ কথা বলেন।

 

লাইভ ইউটিউভ চ্যানেলকে তিনি বলেন, করোনা ভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে। এর মানে হলো এটি কখনই যাবে না। কিন্তু আমরা জেনেছি এর চিকিৎসা এবং এ থেকে কীভাবে নিজেদের রক্ষা করতে হয়।

ভুজনভিক বলেন, আমাদের এখনই ভাইরাসটির নিয়ন্ত্রণ করা দরকার। না হলে অপ্রত্যাশিতভাবে নতুন কোনো ধরন দেখা দেবে। তাই মানবজাতির আরাম করার সময় এখনও বহুদূর।

 

তিনি বলেন, টিকা ছাড়াও মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাও গুরুত্বপূর্ণ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31