৭৪তম প্রতিষ্টাবাষিকীতে সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালি

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্টাবাষিকী ও ৭৫ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৪ জানুয়ারি ) দুপুর ২টায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো: নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে সুরমা পয়েন্ট, কামরান চত্বর, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালিতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।