শান্তিগঞ্জ জামলাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ

শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয় শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহীনুর আলম শাহীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার, সহকারী শিক্ষিকা রেশফা আক্তার, মোমেনা আক্তার, নিপা রায় তালুকদার ও শফিকুন জাহান ছোটন প্রমূখ।