খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: নজরুল ইসলাম খান

চেম্বার ডেস্ক:: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারারুদ্ধ করেছে। শুধু তাই নয় তার সুচিকিৎসাকে বিলম্বিত করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

 

আজ বিকেলে জামালপুরে ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আয়োজিত গণ সমাবেশে এসব কথা বলেন তিনি। জামালপুর জেলা বিএনপি এ গণ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা পদক ঘোষণা করেছেন অথচ তার স্বাধীনতা পুরষ্কারের পদক জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন, করবে তার লাশ আছে কি নেই তা নিয়ে কুতর্ক করা হয়। তার কবর সরিয়ে নেয়ার জন্য চিন্তা করা হয়।

 

লুই আই কানের করা জাতীয় সংসদের ডিজাইন পাকিস্তানের আদলে করা বলেও দাবি করেন তিনি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন