তারাপুর চা বাগান ব্যবস্থাপনা কমিটির শ্রদ্ধাঞ্জলী অর্পণ
ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর তারাপুর চা বাগানস্থ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন চা বাগান ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে উপস্থিত ছিলেন, তারাপুর চা বাগান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. নারায়ন সাহা, সম্পাদক শান্তনু দত্ত সনতু, সদস্য এডভোকেট নিলেন্দু দেব, চা বাগান ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী। এছাড়া এসময় চা বাগানের সর্বস্তরের শ্রমিক, পঞ্চায়েত ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।