সর্বশেষ

» ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল ১ মাস

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে বিকালেও এনবিআর জানায়, নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না। অর্থাৎ ৩০ নভেম্বরই শেষ হচ্ছে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সরকার নির্ধারিত সময়। এরপর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তা জমা দিয়ে সেটি দাখিল করবেন।

এ কারণে দিনভর অনেক লাইনে দাঁড়িয়ে থেকে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অনেক করদাতা রাত পর্যন্ত অপেক্ষা করেছেন রিটার্ন জমা দিতে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে রাতে এনবিআর জানায় নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন দাখিলে আরও এক মাস সময় বাড়ানো হয়েছে। এর ফলে বিনা মাশুলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

প্রসঙ্গত, কোন ব্যক্তি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আয়কর আইন অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের প্রদেয় করের ১০ শতাংশ জরিমানা করার কথা বলা হয়েছে। এ দুটির মধ্যে হিসাব কষে যেটির পরিমাণ বেশি হবে জরিমানা করার ক্ষেত্রে সেটিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া রিটার্ন দাখিলে যতদিন বিলম্ব হয় দিন হিসাবে ৫০ টাকা করে জরিমানা করার বিধান রয়েছে।

বর্তমানে দেশে প্রায় ৬৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা আছেন। এদের মধ্যে বছর শেষে ২৫ লাখের মতো করদাতা রিটার্ন জমা দেন বলে এনবিআর সূত্র জানায়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930