ইউপি নির্বাচন: ৫ম ধাপের তফসিল হতে পারে আগামীকাল
চেম্বার ডেস্ক:: শনিবার (২৭ নভেম্বর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২২ নভেম্বর ৯০-তম কমিশন বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন।
তাই শনিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সভাটি মুলতবি করে ইসি।
প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, বেলা সাড়ে ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে অন্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকের পর পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে।