কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযান: গ্রেফতার-১১
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত ও এফআইআর মামলার ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম’র দিক নির্দেশনায় থানার এসআই এসএম মাঈনুল ইসলাম, পিযুষ চন্দ্র সিংহ,রাম চন্দ্র দেব,পার্থ সারথী ও দেবাশীষের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার মানিকপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল হামিদ, পৌরসভাস্থ ডালাইচর গ্রামের ফাহিম মঞ্জিলের আব্দুল মন্নানের মেয়ে পারভীন বেগম, কান্দিগ্রামের অলিউর রহমানে পুত্র আলী হোসেন, ডালাইচর গ্রামের ইব্রাহীম লালের পুত্র আলাল আহমদ (মিজান), কান্দিগাও গ্রামের আব্দুল মালিকের পুত্র আব্দুল হাকিম, ঢেয়াটিলা গ্রামের কনাই মিয়ার পুত্র আব্দুল খালিক, একই গ্রামের মুহাম্মদ হোসেনের পুত্র হারুর উদ্দিন, নুর হোসেন নুরাই’র পুত্র আলম উদ্দিন, পুর্ব কারাবাল্লা গ্রামের আলা উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম, নন্দিরাই গ্রামের শাহাব উদ্দিনের পুত্র শামীম আহমদ, ভাল্লুকমারা গ্রামের ফয়াজ মিয়ার পুত্র জাহেদ ও তার ভাই আবেদ। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে দুইজনের উপর একাধিক ওয়ারেন্ট রয়েছে। আটককৃতদের গতকাল শুক্রবার পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।