সর্বশেষ

» সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: জাতীয় সংসদের সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ দিনটি উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগের শ্রম ভবনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়ালি ভাষণ দেবেন।

সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় ‌‘হুমায়ুন রশীদ চৌধুরী: একজন নায়কের স্মৃতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, খ্যাতিমান কূটনীতিবিদ ও রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

‘স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’র সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

দিবসটি উপলক্ষে সিলেটে মরহুমের সমাধিতে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হবেন।

হুমায়ুন রশীদ চৌধুরী ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রশীদ চৌধুরী এবং মাতা সিরাজুন্নেসা চৌধুরী। বাবা-মা দু’জনেই ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। হুমায়ুন রশীদ চৌধুরী ২০০১ সালের ১০ জুলাই স্পিকারের দায়িত্ব পালনকালে মারা যান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031