সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৩ জানুয়ারি
চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২২ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দিন অ্যাডভোকেট, সহাকারি নির্বাচন কমিশনার মইনুল হক অ্যাডভোকেট ও মোহাম্মদ মঈনুল ইসলাম অ্যাডভোকেট এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নম্বর হলের ২য় তলার লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দেয়ার শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ঐদিন আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।
৬ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৯ জানুয়ারি চ‚ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।