চতুর্থ ধাপে ইউপি ভোটের তফসিল বুধবার
চেম্বার ডেস্ক:: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল আগামী বুধবার (১০ নভেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন ৮৯তম কমিশন বৈঠক শেষে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এই ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে, সেটি কমিশন সভায় ঠিক করা হবে। একই বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে কয়েকটি পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, বুধবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে কমিশনের ৮৯তম বৈঠকটি হবে। ওই বৈঠক শেষে চতুর্থ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে। ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এই তফসিল ঘোষণা করবেন।
ইসি সূত্র জানিয়েছে, বুধবারের কমিশন বৈঠকের আলোচ্যসূচির মধ্যে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি রয়েছে। এই ধাপে কতগুলো ইউপি’তে ভোট হবে, সেটি কমিশন সভায় চূড়ান্ত করা হবে। তবে এই সংখ্যা হাজারের কাছাকাছি হবে বলে জানা গেছে।