সর্বশেষ

» গ্ল্যাসগোতে যুক্তরাজ্য বিএনপি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের বিক্ষোভ

প্রকাশিত: ০৩. নভেম্বর. ২০২১ | বুধবার

ডেস্ক রিপোর্ট: বিশ্ব জলবায়ু সম্মেলনে স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণের প্রতিবাদে সম্মেলনস্থলের বাইরে প্রতিবাদী বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। ‘যেখানেই শেখ হাসিনা, সেখানেই প্রতিরোধ ’ এই স্লোগানে গ্ল্যাসগোতে দু’দিনব্যাপী দীর্ঘ সময় বিক্ষোভ সমাবেশ করেছে তারা।
বিএনপি ছাড়াও ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম (আইডিএফ), ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই), নিরাপদ বাংলাদেশ চাই ও ফাইট ফর রাইট সহ কয়েকটি মানবাধিকার সংগঠনও নিজ নিজ ব্যানার নিয়ে হাসিনা বিরোধী বিক্ষোভে অংশ নেয়। বিএনপির সমাবেশে প্রায় এক হাজার নেতা কর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। তাদের প্রদর্শিত প্ল্যাকার্ডগুলোতে শ্লোগান লেখা ছিলো- উই ওয়ান্ট জাস্টিজ- উই ওয়ান্ট ডেমোক্রেসী, গো ব্যাক শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনার পতন হোক।
বিক্ষোভকারীরা জলবায়ু সম্মেলনের বাইরে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তুলেন। আওয়ামী লীগ কর্তৃক দেশ বিরুধী ষড়যন্ত্র, হত্যা,গুন,খুন ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির স্লোগানে গ্ল্যাসগোর আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। বিএনপির সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, অবিলম্বে তত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিতে হবে। বর্তমান বিনা ভোটের প্রধানমন্ত্রী হাসিনা অবৈধভাবে ক্ষমতা ধরে আছে। সেটি কোন ভাবে চলতে দেয়া যায় না। সরকার অন্যায়ভাবে আমাদের গনতন্ত্রের নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছে, যা অন্যায়।
যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদ বলেন, আমরা খালেদা জিয়া এবং তারেক রহমানকে মুক্ত করে বাংলার জনগনকে সাথে নিয়ে আবার ক্ষমতায় যাবো। অবৈধ সরকার যেখানে যাবে সেখানেই তাকে প্রতিহত করবো। ফাইট ফর রাইটস এর নির্বাহী সদস্য ও নিরাপদ বাংলাদেশ চাই ইউ কের পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক শিবির নেতা মোঃ আবু তাহের বলেছেন বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। অবৈধ মাফিয়া আওয়ামীলীগ সরকার মানুষকে গৃহবন্দী করে তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে অন্যায়ভাবে শোষণ করে যাচ্ছে। গুম খুন মামলা দিয়ে মানুষকে হয়রানী করছে। জালিম হাসিনাকে প্রতিহত করতে আমাদের প্রতিবাদ এবং সমাবেশ চালিয়ে যাব। সাবেক ছাত্রদল নেতা ও নিরাপদ বাংলাদেশ চাই ইউকের শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আরফিন জুনেদ বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের অত্যাচারে বাংলাদেশের মানুষ অতিষ্ট আজ মানুষের জানের কোনো নিরাপত্তা নেই। কেউ কিছু মুখ খুলে বলতে পারছে না কারণ গুম খুন রাহাজানি এই সরকারের প্রদান হাতিয়ার। সাবেক ছাত্রদল নেতা এমরান আহমেদ নাইম এবং মোঃ মামুন মিয়া বলেছেন অবৈধ সরকারের পতন চান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক রিয়াদ আহসান, আহসানুল হক আম্বিয়া, শফিকুল ইসলাম জুয়েল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, আবদুল কাদের জিলানী, , সাবেক ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন, মোঃ রায়হান উদ্দিন , শাহান বিন নিজাম, বুরহান চৌধুরী, মোঃ ফানটু , বিএম তামজীদ. সামাদ খান, মাহফুজ, লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আকমল, সহ সভাপতি আহমেদ রাজু, সাধারণ সম্পাদক সম্রাট শাহজাহান, সিনিয়র যুগ্ন সম্পাদক ইফতেখার রাসেল, লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ শরীফ রানা, লন্ডন সিটি যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকির হোসেন, তারেক, মোঃ মাকসুদুর রহমান মুমিন, ইআরআইয়ের সেক্রেটারী নউসিন মোস্তারী মিয়া, মানবাধিকার কর্মী আবু তালেব, নুরে আলম সোহেল, জুবায়ের আহমেদ, আল আমিন, মাছউদুল হাসান, মির্জা সাইফুল, মির্জা এনামুল হক, সাবেক শিবির নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, ম্যো এমদাদুল হক, রুবি হক, মাসুক এলাহী, ফারুক হোসাইন, লুটন যুবদল সভাপতি আনিসুর রহমান, সহ সভাপতি কাজি আজমত, দপ্তর সম্পাদক মির্জা সুজন, মির্জা মহি উদ্দিন প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031