কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
চেম্বার ডেস্ক:: সুইজারলেন্ড এর আর্থিক সহযোগিতায় ও হেলভেটাস বাংলাদেশের সমন্বয় এবং প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্প কর্তৃক বাস্তবায়িত নারী উন্নয়ন ফোরামের আয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশ ( RPO) অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলে ৩৩% নারী অংশ গ্রহণ নিশ্চিত করণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১ নভেম্বর)
অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী গোলাম রাব্বানী’র সঞ্চালনায় উপজেলা নারী উন্নয়নের সভাপতি বিলকিস বেগম এর সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য সহ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল আহাদ, অপরাজিতা নেটওয়ার্ক এর সদস্য শেলী বেগম, জলি বেগম, রেহেনা বেগম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বৃন্দ। মানববন্ধন শেষে নারীর অধিকার সুনিশ্চিত করণ এবং নারীর সমতা ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিশেষে নারী উন্নয়নের সদস্যগণ ও অপরাজিতা সদস্য গণ বিভিন্ন দপ্তর সহ রাজনৈতিক দলের নেতাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করণে স্মারকলিপি প্রদান করা হয়।