সর্বশেষ

» কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক কোহিনূরের মতবিনিময়

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২১ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাবেক ছাত্রলীগ নেতা ও রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর বলেন, তিনি দীর্ঘ দিন থেকে তাঁর ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মানুষের সেবা করার পাশাপাশি অবহেলিত রাজাগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক উন্নত জনপদে পরিণত করার জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করার জন্য ইউনিয়নের সর্বস্তরের ভোটার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ দিন থেকে এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক, মত বিনিময়, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইউনিয়নবাসীর ব্যাপক সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন। তিনি আরও বলেন, ছাত্র অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তীতে সাংবাদিকতা পেশার সাথে এখনও সম্পৃক্ত রয়েছেন। তিনি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব পালন করেন। যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এজন্য আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আসন্ন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। রাজাগঞ্জ ইউনিয়নকে সবদিক থেকে একটি উন্নত জনপদ ও স্থানীয় সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন, শিক্ষার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি সরকারের সবধরনের সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন বলে মতবিনিময়কালে আলী আকবর চৌধুরী কোহিনূর উল্লেখ করেন। একজন সাংবাদিক হিসেবে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক মাহবুবুর রশীদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সংবাদকর্মী মুফিজুর রহমান নাহিদ, মিজানুর রহমান লাভলু সহ আরও অনেকে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031