সাংবাদিক তানভীর আহমদ তোহা গ্রেফতার : সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা
স্টাফ রিপোর্টার : নগরী থেকে দৈনিক সিলেট বানী পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক তানভীর আহমদ তোহাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর শামীমাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, তানভীর আহমদ তোহা সাংবাদিকতা পেশার আড়ালে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে সাংবাদিক তানভীর আহমদ তোহাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। পৃথক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাশ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বলেন, তানভীর আহমদ তোহা একজন পেশাদার সাংবাদিক। তিনি মূলধারার সাংবাদিকতায় জড়িত থাকার সুবাদে সমাজের নানা দূর্নীতি, অপকর্ম ও প্রতিবন্ধকতা নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে তানভীর আহমদ তোহা সহ দেশব্যাপী অন্যায়ভাবে আটক সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দিন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সমুহ প্রত্যাহার করুন।