কানাইঘাটে প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের ফ্রি চক্ষু ক্যাম্প ৩০ অক্টোবর
চেম্বার প্রতিবেদক:
‘দৃষ্টি সবার অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের তত্তাবধানে ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩০ অক্টোবর, শনিবার অনুষ্টিত হবে। বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল,মৌলভীবাজারের সহযোগিতায় ও বিশেষজ্ঞ ডাক্তারের তত্তাবধায়নে ক্যাম্পে চক্ষু পরীক্ষা, ল্যান্স সংযোজন, অপারেশন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্য প্রদান করা হবে।
স্থানীয় বুরহান উদ্দিন বাজারের আল বারাকা কমিউনিটি সেন্টারে সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত এ ক্যাম্প চলবে।
প্রকৃত রোগীদের ৩০ অক্টোবর সকাল ৮ ঘটিকা থেকে আল বারাকা কমিউনিটি সেন্টার থেকে টিকেট সংগ্রহ করতে বলা হয়েছে।
এছাড়াও চক্ষু ক্যাম্প সম্পর্কে যে কোন তথ্য জানতে প্রভাতী যুব সংঘের উপদেষ্টা ডা: হাবিবুর রহমান হুসাইনি (মোবা: 01730179379), সংঘের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম (মোবা:০১৭২৬-২৪০১৮৩) ও সেক্রেটারী মাওলানা জুনেদ আহমদ (মোবা: ০১৭২৩-৮৩৯৬৩৬) যোগাযোগ করা যাবে।