সিলেট ডিজিটাল পোস্ট অফিসের কম্পিউটার কোর্সের পরীক্ষা
চেম্বার ডেস্ক :
কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের ৬মাস মেয়োদী (ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন) কম্পিউটার কোর্স ২০২১ এর সমাপনী পরীক্ষা মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট শহরের রাজা জি.সি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় অংশ নেন কানাইঘাট উপজেলা পোস্ট অফিস, সিলেট হেড ডিজিটাল পোস্ট অফিস, জকিগঞ্জ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস, থানা বাজার ডিজিটাল পোস্ট অফিস, অন্যান্য পোস্ট অফিসের ৮৫০ জন প্রশিক্ষনার্থী। এর মধ্যে কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস কেন্দ্র থেকে ১৪৮জন কম্পিউটার প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল একাডেমি, রাজশাহী’র অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল ইসলাম, সিলেটের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক, সহাকারি পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী, সিলেট পোস্ট অফিসের ইন্সপেক্টর বাবলু রায়, অনিমেষ দাস, পোস্টাল অপারেটার আব্দুল বাছিত।
পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছিলেন সিলেট হেড পোস্ট অফিসের রুহেল আহমদ, ডিজিটাল পোস্ট অফিসের উদ্দ্যোক্তা মো. মাহবুবুর রহমান, বলরাম বনিক, মিছবাহ।
কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের উদ্দ্যোক্তা মাহবুবুর রহমান জানিয়েছেন, কানাইঘাট ডিজিটাল পোস্ট অফিস থেকে কম্পিউটারের বিভিন্ন কোর্স প্রশিক্ষণ চলছে। ইতি মধ্যে উক্ত সেন্টার থেকে অনুমান ১৫ শতাধিক প্রশিক্ষণার্থী পরিক্ষার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন কোর্সে অংশ গ্রহন করে উত্তীর্ন হয়ে নানা ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।