জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২২তমপ্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেটে দোয়া মাহফিল
চেম্বার ডেস্ক::
জিয়াউর রহমান ফাউন্ডেশন’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা দীর্ঘায়ু এবং কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ গুমকৃত বিএনপির নেতৃবৃন্দর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর ডা: মো: শাকিলুর রহমান এর পরিচালনায় দোয়া মাহিফলে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পদক মঞ্জুর হোসেন মজনু, সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক কামরান হাসান হেলাল, জেলা বিএনপির সাবেক সদস্য আজির উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, মহানগর বিএনপি নেতা খালেদ আকবর চৌধুরী, শাহীন আলী, পল্টন থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনক সম্পাদক আফজাল-উন নাঈম, জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, দিরাই থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সদস্য শাহরিয়ার আহমদ মিটু, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য জাহাঙ্গীর আহমদ প্রমুখ।