সর্বশেষ

» ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ ফল প্রকাশ করে।

 

প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইটে রাত ১০টার পর প্রকাশিত ফলাফল দেখতে পারবেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রার্থীদের ভাইভা শেষ হয়। গত বছরের ১১ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলে মোট ১৮ হাজার ৫৫০ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ৯৯৬ জন। স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে তিন হাজার ৫০৮ জন উত্তীর্ণ হন।

 

লিখিত পরীক্ষায় মোট এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২২ হাজার ৩৯৮ প্রার্থী। এতে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন ও কলেজ পর্যায়ে চার হাজার ৫৫ জনসহ মোট ২২ হাজার ৩৯৮ জন উত্তীর্ণ হন।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্থগিত থাকে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারো মৌখিক পরীক্ষা শুরু করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031