সিলেটে এলো ফাইজারের ১৯ হাজার ৮০০ ডোজ টিকা
চেম্বার ডেস্ক::সিলেটে এসে পৌঁছেছে ফাইজারের টিকা। তবে এ টিকা কারা পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন সুমন।
তিনি বলেন, গত বুধবার রাতে বিশেষ ফ্রীজার ভ্যানে করে ১৯ হাজার ৮০০ ডোজ টিকা সিলেটে আসে।
এই টিকা কারা পাবেন বা কবে নাগাত দেওয়া হবে এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘আসলে ফাইজারের নীতিমালা এখন আসেনি আমাদের হাতে। আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে একটা নীতিমালা আসবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে টিকা প্রদানের কার্যক্রম শুরু করবো।’