সর্বশেষ

» সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা ২০২১ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা এবং আর্টস এন্ড ক্রাফট্ উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসব উদ্বোধন ও পরিদর্শন করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, এনডিসি, পিএসসি। উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট এবং বর্ণিল আর্টস ও ক্রাফট্ প্রদর্শন করা হয় যাতে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও অনুসন্ধিৎসু মনের প্রকাশ পেয়েছে। করোনকালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার পর এ ধরনের উদ্যোগ নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী সার্বিক কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন। এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তা সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অধ্যক্ষ দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন যে, শিক্ষার্থীদের অন্র্Íনিহিত মেধা ও সৃষ্টিশীল মননকে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযথভাবে লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল সুনাগরিক বিনির্মাণে কাজ করে যাবে। প্রতিষ্ঠান সূত্রে আরও জানানো হয় যে, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি করোনা প্রতিরোধ বিষয়ক প্রেষণামূলক ক্লাস এবং সহপাঠ্যক্রমিক বিভিন্ন প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের চলমান সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা ও উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728