কানাইঘাটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের মিলনমেলা অনুষ্টিত
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের এক মিলনমেলা সোমবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা রফিকুল হক তার নিজ বাড়িতে প্রাক্তন শিক্ষকদের নিয়ে এ মিলনমেলার আয়োজন করেন।
এতে উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়য়ের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
চড়িপাড়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্মৃতিচারণামূলক বক্তব্য দেন বীরদল এন. এম একাডেমির সদ্য সাবেক প্রধান শিক্ষক জার উল্লাহ,উক্ত প্রতিষ্ঠানের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো: মহি উদ্দিন, গাছবাড়ী মর্ডান একাডেমির সাবেক সহকারী শিক্ষক আব্দুল মতিন,বীরদল এন.এম একাডেমির সহকারী শিক্ষক দিলদার আহমদ,শাহাব উদ্দিন,হুসেন আহমদ,মনসুরিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল আলম, প্রাথমিক শিক্ষক ফয়সল আহমদ,মুফতী মাওলানা মাহবুব সিরাজী,মাওলানা হারুন রশীদ শ্রীপুরী প্রমূখ।
শিক্ষক মিলনমেলায় বক্তারা বলেন,আজকের এ মিলনমেলা সকল শিক্ষকদের মধ্যে একটি বন্ধন সৃষ্টি হয়েছে। প্রতিবছর এমন অনুষ্ঠান করলে প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। দুপুরের মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শিক্ষকদের মিলনমেলার সমাপ্তি ঘটে।