আরব আমিরাতের অনুমোদন পেল ৬টি আরটিপিসিআর ল্যাব
চেম্বার ডেস্ক:: প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে স্থাপন করা ৬টি আরটিপিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত।
করোনা পরীক্ষায় ২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে পুরোদমে আরটিপিসিআর ল্যাব কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হলেও অনুমোদন না মেলায় কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। তবে ল্যাব চালুর ঘোষণা পেয়ে
গতকাল রাত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে এসে অপেক্ষা করছেন আরব আমিরাতগামী অনেক প্রবাসী কর্মী। এ সময় ল্যাব চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বিমানবন্দরে স্থাপিত ল্যাবগুলোর মধ্যে মাত্র একটির অনুমোদন দিয়েছিল আমিরাত। সেটিতেই চলছিল প্রবাসীদের করোনা পরীক্ষার কাজ।
এর আগে, আরব আমিরাত সরকার সে দেশে প্রবেশকারী কর্মীদের জন্য এয়ারপোর্টে আরটিপিসিআর ল্যাবের ঘোষণা দেয়। এমন ঘোষণার পরই করোনার নমুনা পরীক্ষার জন্য বিমানবন্দরে ছয়টি আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়। পরে নানান ঘটনার পরে গেল শনিবার ল্যাব পুরোপুরি প্রস্তুত বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার থেকে এই ল্যাবগুলোতে নমুনা পরীক্ষা শুরুর ঘোষণা দেয়া হলেও সেটি সম্ভব হয়নি, সংযুক্ত আরব আমিরাতের অনুমোদন না পাওয়ায়।