চিরনিদ্রায় শায়িত লেখক মাজহারুল ইসলাম জয়নালের পিতা মাহবুবুর রহমান
চেম্বার ডেস্ক::
নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও সংগঠক মাওলানা মাজহারুল ইসলাম জয়নালের পিতা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের প্রবীণ মুরব্বি মোঃ মাহবুবুর রহমান ডালই মিয়া(৯১) রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫.১৫ মিনিটের সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় ইছামতি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।নামাজের ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা কামরুল ইসলাম।
প্রবীন মুরব্বি মাহবুবুর রহমান এর
মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জালালাবাদ লেখক ফোরামের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, ইছামতি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাসিত,নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, মাওলানা আব্দুল হালিম লিমন, মাওলানা এজেএম শিহাব, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা গোলাম শাহ আলী, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা, সাধারন সম্পাদক শফিক আহমদ শফি,মাওলানা কবি এম এ জলিল, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, সাংবাদিক এম. এ ওয়াহিদ চৌধুরী, সাংবাদিক রায়হান আহমদ রেহান, সাংবাদিক হাবিবুর রহমান।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।