কোম্পানীগঞ্জে ২ লক্ষ ২৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১২.৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানার এসআই মোঃ আবু সায়েম চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিক্তিতে বিলাজুর গ্রামের বাবুলের বাড়ির পাশে গোঘড়াখালের মধ্যে পানির নিচ থেকে ৮টি চটের বস্তা ভর্তি মদের বোতল উদ্ধার করেন। পরে সে গুলোতে ২ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১৪৯ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে.এম নজরুল বলেন, পুলিশ মাদক ব্যসায়ীদের ধাওয়া করলে তারা বস্তা ভর্তি ভারতীয় এই মদের বোতল ফেলে যায়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।