এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে মেট্রোসিটি উইমেন্স কলেজ সিলেটের শোক সভা
চেম্বার ডেস্ক:: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক গণপরিষদ সদস্য বাংলাদেশ সংবিধানে অন্যতম স্বাক্ষরকারী এডভোকেট লুৎফুর রহমান মৃত্যুতে শোক সভা করেছে সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজ। কলেজের অধ্যক্ষ আহমদ সালেহ বিন মালিক এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, মেট্রোসিটি উইমেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক শাহজাহান আলী, নির্বাহী পরিচালক, বিশিষ্ট কর আইনজীবী বাহা উদ্দিন বাহার।
প্রভাষক মাজহারুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় কলেজের শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, গজল পরিবেশন করেন।বক্তব্য রাখেন প্রভাষক আল আমিন, প্রভাষক আয়েশা আক্তার, মোস্তফা শাহাদাত আদনান,নাফিসা তাবাসসুম,আমিনুর রহমান ও দিলরুবা এমি।
শোক সভায় বক্তারা বলেন, মরহুম এডভোকেট লুৎফুর রহমান ছিলেন সিলেটের একজন মা ও মাটির নেতা। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে সিলেটে সৌহার্দ সম্পৃতির রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী হারালো এক অভিভাবককে।