সর্বশেষ

» অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাযা: শেষ বিদায় জানাতে আলিয়ার মাঠে মানুষের ঢল

প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাযায় সর্বস্থরের অশ্রুসিক্ত মানুষের ঢল নামে। দুপুর আড়াইটায় জানাযা অনুষ্ঠিত হওয়ার কখা থাকলেও এর অনেক আগেই সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
জানাযার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তপক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এসময় সিলেট মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়া হয়।
জানাযায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অন্যতম সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানের অসুস্থতার খবর নিয়েছেন। তাঁর মুত্যুর খবর পেয়ে মুসরে পড়েছেন। তিঁনি সবার নিকট দোয়া চেয়েছেছেন।
এরপর পবিারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুৎফুর রহমানের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক  স্বপন।
জানাযায় ইমামতি করেন দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728