/>
সর্বশেষ

» যুক্তরাষ্ট্রের করোনায় একদিনে আরও ৪১০০ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্কআমেরিকার মসনদ দখলের লড়াইয়ে যখন হুমকির মুখে দেশটির গণতন্ত্র, তখন করোনা আরও ভয়াবহ সংকটে ফেলেছে মার্কিনিদের। গত একদিনে ৪ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে ভাইরাসটি। আক্রান্ত হয়েছেন আরও আড়াই লাখের বেশি মানুষ। তবে ভিন্ন চিত্র সুস্থতায়।

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬০ হাজার ৯৭৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ১৮ লাখ ৫৭ হাজার ৬১৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ১০০ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ৯৯০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ভুক্তভোগী প্রায়। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩০ লাখ ২৪ হাজার ১৪২ জনে পৌঁছেছে।

 

গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

 

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে সংক্রমিতের সংখ্যা ২৫ লাখ ৩৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩ জনের। টেক্সাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৯৪ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ২৯ হাজার ৩৫৭ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১৪ লাখ ১০ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ২২ হাজার ৩৩২ জনের প্রাণহানি ঘটেছে।

 

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ১০ লাখ ৯৯ হাজার। এর মধ্যে না ফেরার দেশে ৩৮ হাজার ৮৮৮ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৯ লাখ ৯৯ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৭৩৫ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৬১৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ১১ হাজার ১৬৫ জনের।

 

পেনসিলভেনিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ১৮ জন মানুষ। নিউ জার্সিতে করোনার শিকার ৫ লাখ ৫৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৯ হাজার ৬৩৮ জনের।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930