সর্বশেষ

» সিলেট ৫ আসনে হাফিজ মজুমদারকে বিজয়ী ঘোষণাঃ কারচুপি, সংঘর্ষ, গুলিতে নিহত ১

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৮ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি:: 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারকে বিজয়ী হিসেবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল শুনে ভােটকেন্দ্রে অবস্থানরত ঐক্যফ্রন্ট সমর্থিত কর্মীরা ফলাফল প্রত্যাখ্যান করে মিছিল করে। মিছিলে সরকারদলীয় নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগ কর্মীরা বিএনপি জোটকে উদ্দেশ্য করে গুলি ছুড়তে থাকলে একটি গুলি ছাত্রদল কর্মী সালমান আহমদের বুকে এসে লাগে। এতে সালমান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ৯জন সহ ২৪জন ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হহলেন সারওয়ার আহমদ, তুফাইল আহমদ, ইদ্রিস আহমদ, ফজলে এলাহী মাসরুর, খালেদ আহমদ, সুলেমান আহমদ, লুবাবুল ইসলাম, নাজির আহমদ, আব্দুল মুহিত।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031