/>
সর্বশেষ

» রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের চাহিদা পূরণে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই : বুলবুল

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০২৫ | শুক্রবার

চেম্বার ডেস্ক: জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, আওয়ামী লীগ ১৬ বছর জাতিকে বিভক্ত করে দেশ শাসন করেছে। দেশে একনায়কতন্ত্র কায়েমের মাধ্যমে লোটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবে শেখ হাসিনার অপশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত এবং জনগণের চাহিদা পূরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার রক্ষা ও দেশের টেকসই উন্নয়ন ও মেরামতে ঐক্যবদ্ধ সম্মিলিত কাজ করার রুপরেখা অন্তর্ভুক্ত রয়েছে। আমাদেরকে ৩১ দফা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। পাশাপাশি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে কানাইঘাট পূর্ব বাজারে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখা সদস্য সচিব মোস্তাক আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি হাজী জালাল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য মো: সুজন মিয়া, কানাইঘাট পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ আহমদ হারিছ, জিয়া মঞ্চ কানাইঘাট পৌর শাখার সভাপতি এখলাছ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজ আহমদ সুজন, জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি শামিম আহমদ, পৌর শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সামছ উদ্দিন, কানাইঘাট পৌর শাখার প্রচার সম্পাদক আবুল কাশেম, শ্রমিকদল নেতা মইন উদ্দিন, এ কে রিপন, সোহেল আমিন, সোহেল রানা, শাহার আলম রনি, মাসুক আহমদ, জাবের আহমদ, ইকবাল আহমদ, রেজওয়ান আহমেদ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930