সর্বশেষ

» আলিয়া মাঠে ৯, ১০ ও ১১ জানুয়ারীর তাফসীর মাহফিল সফলের আহ্বান

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: দীর্ঘ এক যুগেরও বেশী সময় পর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিল আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী ২০২৫ অনুষ্ঠিত হবে। মাহফিল চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসীর পেশ করবেন মাওলানা সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী।
প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশ^বরণ্যে ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।
মাহফিলে তাফসীর পেশ করবেন পীরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও মাওলানা আব্দুল্লাহ আল আমীন। এছাড়া মাহফিলে সিলেট বিভাগের বরণ্যে মুফাসসিরগণ তাফসীর পেশ করবেন।
এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের তাফসীরুল কুরআন মাহফিল সফলের লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ আনজুমান কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আনজুমানের পৃষ্টপোষক মুহাম্মদ ফখরুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-ঊন-নূর, সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, আনজুমানের উপদেষ্টা ড. নূরুল ইসলাম বাবুল, মোহাম্মদ শাহজাহান আলী ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
সভাপতির বক্তব্যে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হক বলেন, ঐতিহাসিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ২০২৫ সালের ৯, ১০ ও ১১ জানুয়ারী আনজুমানে খেদমতে কুরআন সিলেটের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাহফিল বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘ এক যুগেরও বেশী সময় বন্ধ থাকার পর আবারও ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু হচ্ছে। কুরআনের সৌন্দর্য মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে আশাকরি সবাই পাশে থাকবেন। উক্ত মাহফিল সফলে ধর্মপ্রাণ সিলেটবাসীর উপস্থিতি ও সার্বিক সহযোগিতা দুনিয়া ও আখেরাতের কামিয়াবির পাশাপাশি কুরআনভিত্তিক কল্যাণময় সমাজ গঠনের পথকে প্রশ^স্ত করবে।
image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930