সর্বশেষ

» সাংবাদিক মকসুদ স্মরণে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শোক সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের ড.রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খ্যাতিমান ও প্রবীণ সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী। মরহুম মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে প্রেসক্লাব কর্তৃক গৃহীত ৩দিনব্যপী শোক কর্মসূচীর শেষ দিনে এ শোক সভার আয়োজন করা হয়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য মো.জসিম উদ্দিন।সভায় বক্তব্য রাখেন,সিলেটের সিনিয়র সাংবাদিক মো.শফিকুর রহমান চৌধুরী,অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদ আহমদ রনি,সাবেক সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.কামাল আহমদ,পাঠাগার ও দপ্তর সম্পাদক মবরুর আহমদ সাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.জহিরুল ইসলাম মিশু, কার্যকরি পরিষদ সদস্য মাহমুদ হোসেন খান,মো.আব্দুল হাছিব,শহীদুর রহমান জুয়েল।

এ সময় বক্তারা বলেন,মকসুদ আহমদ মকসুদ ছিলেন সাংবাদিক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। মকসুদ আহমদ শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ সমাজসেবক। এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজকর্মে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেদ। তাঁর চলে যাওয়া আমাদের জন্য সত্যিই বেদনার।আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। বক্তারা বলেন,মরহুম মকসুদ আমৃত্যু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। আমরা তাঁকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করব।

সভায় আরো বক্তব্য রাখেন, ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, মো: আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না,মো.শাহীন আহমদ, মো: জসীম উদ্দিন, এম এ হান্নান, সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।শোক সভায় দোয়া পরিচালনা করেন, মধুবন সুপার মার্কেট মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম আলবাব, সহকারী ইমাম মাওলানা মো: মঈনুল ইসলাম।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930