সর্বশেষ

» গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের নির্বাচন কমিশন গঠন

প্রকাশিত: ২৫. জুন. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদের কেন্দ্রীয় কার্যকরি কমিটি গঠনের লক্ষে গত ২৩ জুন ২০২৪ বাংলাদেশ সময় রাত ১২ টায সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সদরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সেক্রেটারী মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সঞ্চালনায় ইউরোপ, আমেরিকা, মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সংগঠনের কার্যকরী পরিষদের উপদেষ্টাবৃন্দ ও নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যকরী অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে আমেরিকা প্রবাসী আব্দুল লতিফ বাবুলকে নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা, সৌদি আরব প্রবাসী আব্দুল আহাদ মনিরকে প্রধান নির্বাচন কমিশনার, দুবাই প্রবাসী নজরুল ইসলামকে নির্বাচন কমিশন সচিব, লন্ডন প্রবাসী সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ এবং লন্ডন প্রবাসী আব্দুল মুবিনকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয। এতে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য ২০১৬ সালে গোয়াইনঘাটের প্রবাসীদের সাহায্য সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় সম্পুর্ন অরাজনৈতিক সেবামুলক সংগঠন “গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ” ।সরকারী নিবন্ধনপ্রাপ্ত এ সংগঠন প্রতিষ্ঠাকাল থেকে ৩২ টি দেশে ৩২টি শাখা এবং দেশে একটি সমন্বয় কমিটির মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে । কর্মক্ষেত্রে নিহত প্রবাসীর লাশ দেশে পাঠানো, বাংলাদেশ হাইকমিশন বা কনস্যুলেটে যোগাযোগ, এমপ্লয়ারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করা, প্রাকৃতিক দুর্যোগের সময় গোয়াইনঘাটের বন্যাদুর্গত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণ সাহায্য প্রদান, অসুস্হ প্রবাসীর চিকিৎসায় সাহায্য প্রদান এবং দেশে বা প্রবাসে প্রবাসীদের চিত্তবিনোদনের ব্যবস্থা করা সহ নানাবিধ কল্যাণমূলক কার্যক্রম সম্পাদন করে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930