সর্বশেষ

» দায়িত্ব গ্রহন করেছেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক

প্রকাশিত: ১১. জুন. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: দায়িত্বগ্রহন করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সুজাত আলী রফিক।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বগ্রহণ করেন। এসময় উপস্হিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি সিলেট-১ আসনের সংসদ সদস্য ড.এ কে আব্দুল মোমেন,সিলেট সিটি করপোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার,বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) এর ব্যুরোচীফ মকসুদ আাহমদ মকসুদ, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর,সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন সহ বিশিষ্টজনরা। পরে সুজাত আলী রফিক নতুন পরিষদ নিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সঞ্চালনায় এসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম। এসময় অধ্যক্ষ সুজাত আলী রফিক সিলেট সদর উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এরআগে সকালে তিনি ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে সিলেট সদর উপজেলা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31