সর্বশেষ

» সাঈদীর আমৃত্যু কারাদণ্ড: নিংশর্ত মুক্তির দাবীতে সিলেট জামায়াতের মিছিল

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০১৪ | বৃহস্পতিবার

চেম্বার প্রতিবেদক: জামায়াতে ইসলামী নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ও নিংশর্ত মুক্তির দাবীতে সিলেট জামায়াত আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে পুলিশের সাথে সংঘর্ষে জামায়াত শিবিরের প্রায় ১৫/২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শিবগঞ্জে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের রাবার বুলেট ও লাঠিচার্জে আহত হয়েছেন জামায়াত শিবিরের এ সকল নেতাকর্মী। তার মধ্যে রয়েছেন জামায়াত নেতা আব্দুল আহাদ, নজরুল ইসলাম, মানিক উদ্দিন, সালেহ বিন মালিক, নুর আহমদ।

বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতাল ও ওসমানী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সিলেট শহরের শিবগঞ্জ এলাকা থেকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল নিয়ে শহরে আসার চেষ্টা করে।

এ সময় পুলিশ সোনারপারা ব্রিজের কাছে তাদের বাধা দেয় ও রাবার বুলেট ও লাঠিচার্জ করে।

পুলিশের এ রকম বাধায় আক্রমনাত্মক হয়ে ওঠে জামায়াত শিবিরের কর্মীরা।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করলে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু টানে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930