সর্বশেষ

» সিলেট মহানগর কানাইঘাট কল্যান সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর কানাইঘাট কল্যান সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) মহানগরীর মীরবক্সটুলা এলাকায় একটি অভিজাত রেষ্টুরেন্টে সম্পন্ন হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জালাল উদ্দীন ও সংগঠনের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান ডা: মিছবাহুল ইসলাম ও মোহনাটিভি’র সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপারের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এর রেজিষ্টার ও সংগঠনের উপদেষ্টা একে এম ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলার সবচেয়ে অবহেলিত উপজেলা কানাইঘাট। এই উপজেলার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে এবং জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে হবে। আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিনি বলেন, জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। জাতির জনকের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ওয়ান ব্যাংকের ম্যানেজার ও অত্র সংগঠনের উপদেষ্টা আর কে এম মোস্তাক চৌধুরী, দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আহমেদ সুলেমান, মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার বদরুল আলম, বিয়ানীবাজার শিক্ষক সমিতির সভাপতি আব্দুল তাহিয়ান, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক শাহনেওয়াজ খসরু প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মখলিছুর রহমান, সহসভাপতি সেলিম আহমদ চৌধুরী, জায়েদুল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাসির উদ্দিন, অফিস সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ আহমদ সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক বজলুর রশীদ, এডভোকেট কবির আহমদ, মাসুক উদ্দিন, মিসন চন্দ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ডাক্তার মাহমুদুল হাসান, ফয়জুল ইসলাম, রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হুমায়ুন কবির, আবুল বাশার, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ইফজালুর রহমান, সৌদি প্রবাসী মো: রফিক আহমদ, সাংবাদিক এস এম শিবা, হাসান আহমদ, আশিকুর রহমান, হাফিজ আনোয়ার হুসেন, হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কানাইঘাট কল্যান সমিতি সর্বদায় কানাইঘাটবাসীর সার্বিক কল্যানে কাজ করছে। এই সংগঠনের সার্বিক অগ্রযাত্রা কামনা করা হয়।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930