সর্বশেষ

» জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা || দুই ইভেন্টে প্রথম ও দ্বিতীয় সিলেটের স্নেহা

প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৩ | রবিবার

চেম্বার ডেস্ক:: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২০২৩ এ সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে দুইটি ইভেন্টে অংশ নিয়ে সারাদেশের প্রতিযোগিতার মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়েছেন সিলেটের শেখ মাহজাবিন তারানা স্নেহা।

গত ২৮ জুলাই জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় হামদ নাত-এ অংশ গ্রহণ করে খ বিভাগে ২য় স্থান অর্জন করে রৌপ্য পদকের জন্য মনোনয়ন পেয়েছে। ৩০ জুলাই কেরাত প্রতিযোগিতায় খ বিভাগে ১ম স্থান অধিকার করে স্বর্ণপদক জন্য মনোনয়ন পেয়েছে। পরবর্তীতে রাষ্ট্রপ্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করবেন।
উল্লেখ্য, শেখ মাহজাবিন তারানা স্নেহা সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণীর কৃতি শিক্ষার্থী। সিলেট নগরীর লামাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাইয়ুম শাহীদ এর বড় মেয়ে, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্ণর, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ এর ভাগনী।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031