সর্বশেষ

» আ’লীগ নেতা নাজমুল ইসলাম গুরুতর অসুস্থ ॥ শয্যাপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৩ | শনিবার

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বুধবার নাজমুল ইসলাম হারুন তার নিজ বাড়ী পৌরসভার ধনপুর গ্রামে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে পরিবারের লোকজন পৌর শহরের হলি-হেলথ হাসপাতালে নিয়ে আসেন। নাজমুল ইসলাম হারুনের অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক এ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে সিলেট শহরস্থ মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাদের তত্ত্বাবধানে আইসিইউ বিভাগে নিবীড় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসার দেখাশোনার সাথে থাকা তার বড় ভাই সাংবাদিক মুমিন রশিদ জানিয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হতে সেখানে আরো কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় নাজমুল ইসলাম হারুনকে থাকতে হবে চিকিৎসকরা জানিয়েছেন। নাজমুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের সদস্যদের সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মাউন্ট এডোরা হাসপাতালে অসুস্থ নাজমুল ইসলাম হারুনকে দেখতে গিয়ে সার্বিক চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য শামছুজ্জামান বাহার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কানাইঘাট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন, সহ সভাপতি জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট ফখরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, দিঘীরপাড় ইউপি শাখা আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, গোয়াইনঘাট ডৌবাড়ি ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জাওয়াদ খান, সাবেক ছাত্রনেতা সিলেট বারের আইনজীবি এডভোকেট ওলি উল্লাহ, এডভোকেট আবু সিদ্দিক, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রোমান আহমদ, সাবেক ছাত্রদল নেতা জালাল আহমদ জনীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30