সর্বশেষ

» বিএনপি-জামায়াত দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত :এলজিআরডি মন্ত্রী

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২৩ | শনিবার

চেম্বার ডেস্ক:: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, একাত্তরের খুনিদের দোসর বিএনপি-জামায়াত এখনো টিকে আছে। তারা বাংলাদেশকে পাকিস্তান মতো বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পঁচাত্তরের ঘাতকদের মতো ২০২৩ সালে এসেও তারা একই ভাষায় কথা বলে। দেশি-বিদেশিদের কাছে নালিশ করে। এতে শুধু লজ্জা নয়, আমাদের দুঃখ ও করুণা হয়। বিএনপি-জামায়াতের মনে রয়েছে পাকিস্তান। আর মুখে বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখায়।

শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত ৩০টি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিশ্বে মন্দা থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সব সময় মনিটরিং করেছিলেন শেখ। একজন শেখ হাসিনা আছেন বলে মন্দা থাকা সত্ত্বেও দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে।’

সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন; সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, সিলেট পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। কোরআন তিলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম ও গীতা পাঠ করেন উত্তর কুমার চৌধুরী।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930