সর্বশেষ

» তুরুকখলা হাড়িয়ারচরের সমাজসেবী বুরহান উদ্দিনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৩ | বুধবার

চেম্বার ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলামের বড় ভাই, তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের সমাজসেবী বুরহান উদ্দিন চনর মিয়া গত ৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মা, ভাই , বোন, স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা ৪ জানুয়ারি বুধবার বাদ জোহর তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা ফারহান আহমদ। পরে দোয়া পরিচালনা করেন দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন- সিরাজপুরী।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুম বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।
শোক প্রকাশ : সমাজসেবী বুরহান উদ্দিন চনর মিয়া’র মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সিনিয়র সহ সভাপতি, সাংবাদিক আব্দুল খালিক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930