সর্বশেষ

» ১২ বছরে ৭৩ লাখ ১৯ হাজার কর্মী বিদেশ গেছেন : কর্মসংস্থানমন্ত্রী

প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: গত ১২ বছরে ৭৩ লাখ ১৯  হাজার কর্মী বাংলাদেশ থেকে বিদেশ গেছেন। এ ছাড়া করোনাকালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে দেশে ফেরত এসেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদে।

আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনাকালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এ ছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত এসেছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার ৩১৬ জন কর্মী পাঠানো হয়েছে। সব চেয়ে বেশি কর্মী গেছেন ২০১৬-১৭ অর্থবছরে ৮ লাখ ৯৩ হাজার ৭৩৯ জন। সব চেয়ে কম কর্মী গেছেন ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৭১ হাজার ৪৪৫ জন।

বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, করোনাকালে ২০২০ সালে ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এছাড়া ২০২১ সালে মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত গেছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930