সর্বশেষ

» কানাইঘাট রাজাগঞ্জে ব্যবসায়ী নিজাম উদ্দিন হত্যার প্রতিবাদে জমিয়তের মানববন্ধন

প্রকাশিত: ১৫. জুলাই. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক:: 

কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, নিজ রাজাগঞ্জ নিবাসী নিজাম উদ্দীনকে গত ১৩ জুলাই রাতের আধারে পারকুল ও রাজাগঞ্জ গ্রামের মধ্যবর্তী সুরমা নদীর তীরে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা ফেলে যায়। গতকাল বৃহস্পতিবার রাজাগঞ্জ বাজার দক্ষিণ চৌমুহনীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়নের উদ্যোগে নিজাম উদ্দীন হত্যার প্রতিবাদে, খুনীদের চিহ্নিতকরণ ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাজাগঞ্জ ইউনিয়নের সভাপতি হা. মাও. ফখরুল ইসলাম এর সভাপতিত্বে, মাও. নজরুল ইসলামের পরিচালনায় এবং হাফিজ মুজিবুর রহমানের তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শুরু হয়।মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিহত নিজাম উদ্দীনের গ্রাম নিজ রাজাগঞ্জ গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও একাত্মতা পোষণ করে ইসলামী আন্দোলন রাজাগঞ্জ ইউনিয়ন, ইসলামী আদর্শ কাফেলা রাজাগঞ্জ, রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাও. শামসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও. ফয়সল আহমদ জালালাবাদী, গাছবাড়ী উইমেন্স কলেজের চেয়ারম্যান আহমদ সালেহ বিন মালিক, ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাও. হাবীব আহমদ, কানাইঘাট প্রবাসী ঐক্য পরিষদের সেক্রেটারি জনাব আব্দুল্লাহ, জনাব হাজী মদরিস আলী, জনাব সুহেল রানা চৌধুরী, ৪নং ওয়ার্ডের সদস্য জনাব মাহবুব আহমদ চুনু, যুবনেতা মাও. আলী আবদীন, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বার আলিম উদ্দীন এলিম, ২নং ওয়ার্ডের মেম্বার ওলি মিয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল্লহ, মাও.আবদুল জলিল,মাও,আবু বকর চৌধুরী,মাও,হাফিজ কামাল উদ্দিন,হাফিজ মাও,আকবর হুসাইন, ওয়েলফেয়ার এসোসিয়েশন রাজাগঞ্জ ইউনিয়নের এর দায়িত্বশীল সুলতান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে খুব কম সময়ের মধ্যে খুনীদের সনাক্ত করা সম্ভব। সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগের নিকট তারা জোর দাবি জানিয়ে বলেন, অনতিবিলম্বে খুনীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম বলেন, যে ব্যাক্তি প্রকৃত খুনীদের সন্ধান দেবে আমি তার জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিচ্ছি।
পরিশেষে রাজাগঞ্জ জমিয়তের সভাপতি হা. মাও. ফখরুল ইসলামের সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930