/>
সর্বশেষ

» কানাইঘাটে বন্যা দুর্গতদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে প্রথম আলো ট্রাস্ট

প্রকাশিত: ১০. জুন. ২০২২ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধিঃ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় কানাইঘাটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং কানাইঘাট প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ১০০টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন, কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম, প্রথম আলো ট্রাস্টের কো-অর্ডিনেটর মাহবুবা সুলতানা, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম, প্রথম আলো পত্রিকার সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রথম আলো সিলেটের ফটো সাংবাদিক আনিছ মাহমুদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, মাও. আসআদ আহমদ, হাফিজ আহমদ সুজন, প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমায়রা জাকিয়া, সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, সদস্য গায়ত্রী বর্মণ, কনীক আচার্য, মিফতা হাসান।
এসব ত্রাণ সামগীর প্রতিটি প্যাকেটে ছিল ১০কেজি চাল, ১ লিটার তৈল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১০০ গ্রামের মরিচ-হলুদ-ধনিয়ার গুড়ো প্যাকেট।
বন্যা দুর্গত অসহায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে প্রথম আলো ট্রাস্টের কোঅর্ডিনেটর মাহবুবা সুলতানা বলেন, প্রথম আলো ট্রাস্ট বিপদে আপদে সব-সময় দেশের মানুষের পাশে রয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে আমি সকল মানবিক কার্যক্রমে অংশ গ্রহণের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করে থাকি। বন্যা দুর্গত সিলেট অঞ্চলের কানাইঘাট সহ কয়েকটি উপজেলায় আমরা সাধ্যানুযায়ী ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর।
কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান কানাইঘাটের বন্যা দুর্গত মানুষের পাশে প্রথম আলো পরিবার সহযোগিতার হাত প্রসারিত করায় পত্রিকার কর্তৃপক্ষ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করায় কৃতজ্ঞতা জানান। শতাধিক বন্যার্ত অসহায় পরিবার প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় নানা প্রকার খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে অনেকে কেঁদে ফেলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930