/>
সর্বশেষ

» জকিগঞ্জের অমলশিদে ডাইক ভেঙ্গে পানি প্রবেশ : সিলেট জেলা বিএনপির উদ্বেগ

প্রকাশিত: ২০. মে. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: 
জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলের একটি ডাইক (নদী প্রতিরক্ষা বাঁধ) ভেঙে প্রবল বেগে পানি প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি। ভাঙনের ঘটনায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, এমনিতে বন্যায় পানিবন্দী সিলেটের লাখ লাখ মানুষ। এরমধ্যে বৃহস্পতিবার রাতে জকিগঞ্জের অমলশিদ এলাকার ডাইক ভেঙ্গে আরো প্রবল বেগে পানি ঢুকে তৎপাশর্^বর্তী এলাকা প্লাবিত হচ্ছে। এর রেশ ছড়িয়ে পড়বে পুরো সিলেট জেলায়। ফলে বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটবে। কিন্তু ডাইক মেরামতে কোন উদ্যোগ না নেয়ায় পরিস্থিতি আরো জঠিল আকার ধারণ করছে।
তারা বলেন, দীর্ঘদিন থেকে ক্ষমতায় থাকা অনির্বাচিত সরকার শুধু লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায়, জনগণের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। বিভিন্ন স্থানে বেরিবাঁধ ও ডাইক নির্মাণে দুর্নীতি ও লুটপাট করায় তা ভেঙ্গে আকস্মিক বন্যা সৃষ্টি হচ্ছে। মানুষ ঘরবাড়ী ছেড়ে নিরাপদ আশ্রয়ে দিকে ছুটছে। সরকারী সামান্য ত্রাণ মানুষের কোন উপকারে আসছেনা। প্রত্যন্ত অঞ্চলে সরকারী ত্রাণ দুরের কথা, সরকারদলীয় লোকজন দেখতে পর্যন্ত যাচ্ছেনা। অবিলম্বে অমলসিদের ভেঙ্গে যাওয়া ডাইক মেরামত, সংস্কার এবং সিলেটের বিভিন্ন স্থানে নির্মিত বেরিবাঁধ সংস্কার করতে হবে। সিলেট জেলাকে বন্যাদূর্গত এলাকা ঘোষণা করে প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930