সর্বশেষ

» কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: 

যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল বুধবার ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেলর সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সংগঠনের সহ সভাপতি রফিকুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো. রশিদ আহমদের পরিচালনায় মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ক্বারী এজাজুল হক।

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের সাথে জড়িত অনেকের স্বজনদের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিশেষ করে সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মরহুম ফয়জুর রহমান, কমিউনিটি নেতা সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান, সদস্য নুরুল আলমের মা আজিজুন খাতুন, কোষধ্যক্ষ কামাল উদ্দিনের ভাই মঈন উদ্দিন, সেক্রেটারী মাসুম আহমদের আপন চাচা এবাদুর রহমান, আইটি সেক্রেটারী কামরুজ্জামানের চাচা কানাইঘাট ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারী আব্দুন নুর, কার্যকরী সংসদের সদস্য বাবুল হোসেইনের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা কৃষিবিদ নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সহ সভাপতি রফিকুজ্জামান ফারুক, মো. ইকবাল হোসেন, ট্রেজারার কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, রোকনুল কবীর, চ্যারিটি এন্ড ফান্ডারাইজিং সেক্রেটারী ফাহাদ আহমদ, প্রানিং সেক্রেটারী মাসুম আহমদ, ইমপ্লয়মেন্ট সেক্রেটারী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, ইমিগ্রেশন সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, রিসোর্সেস সেক্রেটারিজ সোহেল চৌধুরী, মেম্বারসীপ সেক্রেটারী রিয়াজুল করিম সহ নেতৃবৃন্দ।

প্রসজ্ঞত যে, যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর এ প্রিয় সংগঠনটি কানাইঘাটের আত্মসামাজিক উন্নয়নে অবদানের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীদের জন্য কাজ করে আসছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930