সর্বশেষ

» গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই

প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী আর নেই।ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৯ জানুয়ারী) রাত ১২ ঘটিকার কিছুক্ষণ পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুববরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছন গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ২ ছেলে সন্তানের জনক ছিলেন তারাও মৃত্যুবরণ করেছেন অনক আগে।ইকবাল আহমদ চৌধুরীর স্ত্রীও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন অনেক আগে।বর্তমানে ইকবাল আহমদ চৌধুরীর দুই পুত্রবধূ এবং দুই ছেলের দুই সন্তান রয়েছেন।এছাড়া তিনি আত্মীয়-স্বজন, রাজনৈতিক কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষিসহ অগণিত গুনগাহী রেখে গেছেন।

ইকবাল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাধ্যর্ক জনিত, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শারিরীক অবস্থা অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তী করা হয়েছিল।

প্রসঙ্গত,বর্ষীয়ান রাজনীতিবিদ, এদেশের প্রগতিশীল রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব, শিক্ষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে যিনি দেশ কল্যাণে মুক্তিকামী গনমানুষের পক্ষে জীবন অতিবাহিত করেছেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘঠক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগে অফুরন্ত ক্ষতি হয়েছে।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031